কেশবপুরে পুলিশি বিশেষ অভিযানে গ্রেফতার ১১

প্রকাশঃ ২০১৯-০৮-২৭ - ২১:১৮

কেশবপুর, যশোর :  যশোরের কেশবপুরে বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ১১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, সোমবার ও মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে নিয়মিত মামলায় উপজেলার বারুইহাটি গ্রামের মশিয়ার রহমান সরদারের ছেলে রেজাউল করিম (৩৫) ও বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ভোগতি গ্রামের মৃত ইনতাজ আলী মোড়লের ছেলে শহিদুল ইসলাম (৪০), আলতাপোল গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে আবদুল ওয়াদুদ (৪৫), মৃত আবুল কাশেম মোড়লের ছেলে কবির হোসেন (৪০), কামাল হোসেন (৩৫) ও শাহাদৎ হোসেন (৩৭), কবির হোসেনের স্ত্রী সলিমুন্নেছা বেগম (৩০), মধ্যকুল গ্রামের মশিয়ার রহমানের স্ত্রী হামিদা বেগম (৩৫), ইয়াসির আর রাফির স্ত্রী জোহরা বেগম (৪০), কড়িয়াখালি গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী হারিচা বেগম (৪২) ও বিদ্যানন্দকাটি গ্রামের খোকন মোড়লের ছেলে আবদুল গনি মোড়লকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও আদালত কর্তৃক বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতাকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।