কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশঃ ২০১৯-১২-১৫ - ১৯:১৫

রাজীব চৌধুরী, কেশবপুরঃ কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে (যুদ্ধ ভাসান পাদদেশ) ১৪ ই ডিসেম্বর ২০১৯ খ্রিঃ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস ২০১৯ পালন উপলক্ষ্যে প্রদ্বীপ প্রজ্বালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রদ্বীপ প্রজ্বালন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল জনপ্রশাসন প্রতিমন্ত্রী বর্তমান কেশবপুরের সাংসদ জনাব ইসমাত আরা সাদেক । এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, সহকারী কমিশনার ভূমি মোঃ এনামুল হক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সাঈদ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক, কেশবপুর উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অসিত মোদক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যুবলীগের আহবায়ক ও পৌর প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ ও সূধী ব্যক্তিবর্গ । আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু । প্রধান অতিথি জনাব ইসমাত আরা সাদেক তার বক্তব্যে ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের মর্মার্থ সম্পর্কে এবং এই দিনটি কেন আমরা পালন করবো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ।