কেশবপুরে মহিলাদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশঃ ২০১৭-০৮-২৪ - ২০:২২

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা উদ্যোক্তাদের অংশগ্রহণে ও দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে ৫ দিনব্যাপি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ বুধবার দলিত হাসপাতালের হলরুমে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন দলিতের সহকারী পরিচালক বাসন্তী লতা দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব পুলক কুমার শিকদার। আরো উপস্থিত ছিলেন দলিতের পরামর্শক জনাব সাবিনা ইসলাম, দলিত হাসপাতাল ব্যবস্থাপক জনাব মিলন কুমার দাস, প্রশিক্ষক ইব্রাহিম হোসেন, অফিসার রিয়াসাত জোয়র্দ্দার প্রমুখ। প্রশিক্ষণের অংশগ্রহণকারী কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা উদ্যোক্তা বৃন্দ ও হার চয়েস প্রকল্পের সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তাদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।