কেশবপুরে লিফলেট ও মাস্ক বিতরণ

প্রকাশঃ ২০২০-১০-১৬ - ১২:৪৬

রাজীব চৌধুরী,কেশবপুর: আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ পালন সফল করার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচীর আলোকে যশোরের কেশবপুর শহরের বিভিন্ন স্থানে বাস চালক,মটর সাইকেল চালক,ভ্যান চালক,যাত্রী ও সাধারণ জনগণের মাঝে “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”,”পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়”, এই স্লোগানসহ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না,ট্রাফিক আইন মেনে গাড়ি চালান,রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ ব্যবহার করুন,আমি আপনি সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে যাবে ইত্যাদি উল্লেখিত জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন “নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ হারুনার রশীদ বুলবুল,উপদেষ্টা আশরাফুজ্জামান (সভাপতি কেশবপুর নিউজ ক্লাব), উপদেষ্টা রমেশ দত্ত (সাংবাদিক) ও অন্যান্য সদস্য বৃন্দ। জনসচেতনতা মূলক লিফলেট ও মাস্ক বিতরণ শেষে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের সাথে মতবিনিময় করেন ”নিরাপদ সড়ক চাই” কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দরা।