কেশবপুরে শীতবস্ত্র বিতরণ

প্রকাশঃ ২০১৯-১২-২৬ - ১৭:২৬

রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর ০৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায়, ০৬ পদাতিক ব্রিগেডের আয়োজনে ও ৪১ বীর-এর পরিচালনায় দরিদ্র, অচল ও অসহায়,পঙ্গু,ও প্রতিবন্ধী এমন ২৫০ জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ২৫ শে ডিসেম্বর ২০১৯ বুধবার । কেশবপুর উপজেলার ০১ নং ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর তেলপাম্পের পাশে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এই শীতবস্ত্র বিতরণ করা হয় । বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ৪১ বীর-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আক্তারুজ্জামান মেজর আবুল হাসান পলাশ ৪১ বীর, মাস্টার অরেন্ট অফিসার নাসির উদ্দীন,০১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। এছাড়া আরোও উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম , ইউপি সদস্য জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, ত্রিমোহিনী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আলাউদ্দীন, ছাত্রলীগের মহিব্বুল্লাহ মহিব সহ প্রমুখ ।