কেশবপুরে জন্মাষ্টমী উৎযাপন

প্রকাশঃ ২০১৯-০৮-২৩ - ২১:৩৪

কেশবপুর প্রতিনিধি : যুগাচার্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টিমী উৎযাপন উপলক্ষে কেশবপুরের মূলগ্রাম ত্রিপল্লী (ন্যাংটাখালী) শ্মশানের আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রঞ্জন দাস। এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেশবপুর শাখার সাধারন সম্পাদক এ্যাড. মিলন মিত্র, সভাপতি মন্ডলীর সদস্য বাবু রমেশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ সিংহ, প্রচার ও গ্রন্থনা সম্পাদক প্রভাষক কানাইলাল ভট্রাচার্য্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক কুন্তল বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রাজীব চৌধুরী, দেবব্রত দত্ত, মনোতোষ দাস, সুজন দাস সহ আরো অনেকে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী ও তিনি কিভাবে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় সু-নিশ্চিত করতেন সে বিষয়ে আলোচনা করা হয়। মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনার্থে এক বিশেষ প্রার্থণা করা হয় ও সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।