কোটা সংস্কারের দাবিতে খুলনায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশঃ ২০১৮-০৪-১০ - ২০:৪৭

খুলনা : সরকারি চাকুরীতে কোটা প্রথা সংস্কারের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশের পর নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিববাড়ি মোড় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কুয়েটের শিক্ষার্থীরা নগরীর শিববাড়ী মোড়ে বেলা দেড়টা থেকে এবং খুবির শিক্ষার্থীরা বেলা আড়াইটা থেকে তাদের ক্যাম্পাসের হাদি চত্বরে মানববন্ধন ও সমাবেশ করছে। দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল ৫টা পর্যন্ত তাদের কর্মসূচি পালনের পর নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নেয়।
আন্দোলনরত কুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মাহমুদুল আল মাসুদ বলেন, সোমবার সেতুমন্ত্রীর সঙ্গে আলোচনায় আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত আমরা মানি না। যে কারণে আমরা রাজপথে নেমেছি।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. মমতাজুল হক বলেন, আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের জন্য বলেছি। পর্যাপ্ত পুলিশ রয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।