কয়রার ফাতেমা জাতীয় পর্যায়ে চ্যম্পিয়ন

প্রকাশঃ ২০১৮-০৪-০৪ - ১৯:৫৬

ইমতিয়াজ উদ্দিন, কয়রা : আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮ তে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কয়রা উপজেলার জিনাত ফাতেমা আক্তার (১১)। তার কৃতিত্ত্বের স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সিজার তাকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। কয়রা উপজেলার ঐতিহ্যবাহী এস ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী জিনাত ফাতেমা আক্তার বাগালী ইউনিয়নের ইসলামপুর নিবাসী মোঃ মফিজুল ইসলাম মোল্যা ও আয়েশা বেগমের কনিষ্ঠ কন্যা। সে এবারের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে চাম্পিয়ন হয়ে কয়রা উপজেলা, এস ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পিতা মাতার মুখ উজ্জ্বল করায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় ও ধন্যবাদ জানানো হয়। ফাতেমা ভবিষ্যতে একজন ক্রীড়াবিদ হতে চায়। সে ও তার পরিবারের পক্ষ থেকে তার ভবিষ্যৎ সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।