কয়রায় এইচএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষক প্রহৃত

প্রকাশঃ ২০১৮-০৪-০৭ - ২০:০৭

ইমতিয়াজ উদ্দিন, কয়রা : নকলে বাঁধা দেওয়ায় খুলনার কয়রায় এইচএসসি পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে এক কক্ষ পরিদর্শককে মারধর করেছে। মারধরের শিকার শিক্ষক হলেন কয়রা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক অরুন মল্লিক। শনিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার তকিম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে তাকে মারধর করা হয়। ঘটনার পর কেন্দ্র সচীবের কক্ষে সকল শিক্ষকরা আলোচনায় বসেছেন। হল সুপার মোঃ হাবিবুর রহমান জানিয়েছেন, শিক্ষক অরুন মল্লিক ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালিন কয়েক জন ছাত্র অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বাঁধা দেন তিনি।এতে ক্ষিপ্ত হয়ে তারা পরীক্ষা শেষে দলবদ্ধ হয়ে ওই শিক্ষকের উপর হামলা চালায়। পরে অন্যন্য শিক্ষকরা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন।লাঞ্ছিত শিক্ষক অরুন মল্লিক বলেন, যথাযথ ভাবে দায়িত্ব পালন করায় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালিয়েছে। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ঘটনা দুঃখ জনক। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।