কয়রায় মাদকরে বিরুদ্ধে ডিএনসি কাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০১-০৬ - ১৯:৫৪

খুলনা : খুলনা জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ আয়োজনে মাকদের বিরুদ্ধে ফুটবল ডিএনসি কাপ টুর্ণামেন্ট শনিবার (৬ জানুয়ারী) বিকাল ৪টায় কয়রা মদিনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমরা সাহার সভাপতিত্বে খেলায় উদ্ধোধন হিসেবে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আ.খ.ম তমিজ উদ্দিন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানে পরিচালনায় খেলায় খেলায় কয়রা মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে গ্রাজুয়েট্স হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন খেলোয়াড় জাফর উল্লাহ।
খেলা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি কয়রা উপজেলা চেয়ারম্যান আ.খ.ম. তমিজ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম, সুলতান মাহমুদ, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এস,এম, শফিকুল ইসলাম, কয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, গ্রাজুয়েটস হাইস্কুলের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দীন আহমেদ প্রমুখ