কয়রা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা

প্রকাশঃ ২০১৯-০১-২৯ - ১৫:১৪

ইমতিয়াজ উদ্দিন, কয়রা (খুলনা): আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কয়রা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় প্রার্থী নিশ্চিত করতে সোমবার বেলা ১১ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু। বর্ধিত সভায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান বারজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ছয়জন নির্বাচনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন।

তারা হলেন, চেয়ারম্যান পদপ্রার্থী জিএম মোহসিন রেজা, এসএম শফিকুল ইসলাম, মো আব্দুল্লাহ আল-মাহমুদ।

ভাইস চেয়ারম্যান পদে- এ্যাড. আরাফাত হোসেন, অলিউর রহমান খোকা, সুজিত কুমার রায়, লুৎফর রহমান, এ্যাড. আবু জাফর, খগেন্দ্র নাথ মন্ডল, আঃ হালিম, আবু তাহের প্রিন্স,
এ্যাড. মোশারাফ হোসেন, এ্যড. কমলেশ চন্দ্র সানা, মোঃ ইব্রাহিম হোসেন, ও রুম্মান হোসেন সাকি।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- সাকিনা কবির, নাহার পারভিন, নিলিমা চক্রবর্তী, হাসিনা পারভীন, আয়শা খাতুন ও রুবিয়া পারভীন।

উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে বর্ধিত সভায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায় চুড়ান্ত ভাবে একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে¡ বর্ধিতসভায় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বলেন, এখন থেকে তৃণমূল নেতাদের মধ্যে আর কোনও ক্ষোভ থাকবে না। যোগ্য, জনপ্রিয়, ত্যাগী এবং দলের জন্য দরদ দিয়ে কাজ করেন এমন নেতাদের মনোনয়ন দেওয়া হবে উপজেলা নির্বাচনে। কেননা দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার বলে এসেছেন, আওয়ামী লীগের মূল শক্তি এর তৃণমূল। দল ও সংগঠনকে জনগণের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় করতে যারা কাজ করেছেন, তারা মনোনয়নে অগ্রাধিকার পাবেন। এসময় উপস্থিত ছিলেন,
জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এ্যাড. ফরিদ আহম্মেদ, কোষাধাক্ষ্য ইঞ্জিঃ আলহাজ্ব মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাড. কেরামত আলী, জেলা সদস্য মোস্তফা রফিকুল ইসলাম সানা। আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, আলহাজ্ব আমির আলী গাইন, বিজয় কুমার সরদার, আঃ ছাত্তার পাড়, আব্দুল্যাহ আল মামুন লাভলু, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, কবি জিএম শামছুর রহমান, কয়রা উপজেলা আওয়ামীলীগ নেতা ডাঃ একেএম ফজলুল হক, ঢালী আমিরুল ইসলাম, আলহাজ্ব গাজী আজিজুল হক প্রমুখ।