খালেদার প্রতি সরকারের আচরণ অমানবিক

প্রকাশঃ ২০১৯-০৫-২৪ - ১৪:১৭

ঢাকা অফিস : খালেদা জিয়ার প্রতি সরকারের আচরণ অমানবিক ও মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী। শুক্রবার সকালে, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি জাতির সামনে গুরুত্ব দিয়ে আসছে না। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তাকে ১৬ মাস কারাগারে আটকে রেখেছে। তিনি বিছানা থেকে উঠতে পারছেন না এ ব্যাপারে দখলদার সরকার থেকে কোন সহযোগীতা পাওয়া যায় নি। আথ্রাইটিস, ডায়বেটিস বেড়ে গিয়ে আশংকা অনুযায়ী পরিণতির দিকে যাচ্ছে খালেদা জিয়ার স্বাস্থ্য। বারবার উন্নত চিকিৎসার কথা বলা হলেও তাকে কেন দেয়া হচ্ছে না। সাধারন নাগরিক হিসেবেও তার আইনগত প্রাপ্য দিচ্ছে না সরকার। যা মানবাধিকার ও সংবিধান বিরোধী।’

এ সময় সুচিকিৎসার জন্য তাকে মুক্তি দেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দল থেকে চিকিৎসা ব্যয় বহন করতে চাইলেও সরকার থেকে কোন সহযোগিতা পাচ্ছিনা। তার স্বাস্থ্য নিয়ে নিয়মিত ব্রিফ করা উচিৎ। তার স্বাস্থের অবনতি ঘটলে সরকারকে দায় নিতে হবে।