খুলনার সাংবাদিক কনক রহমানের মেয়ে অনন্যার অকাল মৃত্যু

প্রকাশঃ ২০১৭-১০-১৩ - ০১:১৩

খুলনা : যমুনা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান কনক রহমানের মেয়ে সালেহা তাসনিম রহমান অনন্যা আর নেই। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর। তিনি খুলনার রোজ ডেল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেলে পাস করে ঢাকা ব্রিটিশ কাউন্সিলে অধ্যায়নরত ছিলেন। এর আগে অনন্যা গত ১১ অক্টোবর বুধবার বেলা ১২টার দিকে ঢাকা ব্রিটিশ কাউন্সিলে পরীক্ষারত অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলে। তৎক্ষণাৎ তার মা ও ব্রিটিশ কাউন্সিলের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে অন্যত্র স্থানাস্তর করার পরামর্শ দেন। এরপর বিকালে যমুনা টিভির সাংবাদিক ও কর্মকর্তারা তাকে স্কয়ার হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করান। পরে রাত ১০টার দিকে চিকিৎসকরা অনন্যার পরীক্ষা-নিরীক্ষা শেষে বলেন, তার হার্ট, লাঞ্চ ও কিডনিতে বড় ধরনের সমস্যা আছে। এরপর গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার পরে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনন্যার মৃতদেহ নিয়ে তাঁর পরিবারের সদস্যরা ঢাকা থেকে খুলনা ফিরছিলেন। আজ শুক্রবার বাদ জুম্মা নগরীর আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করার কথা রয়েছে। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা নগর ও জেলা বিএনপি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে), জেলা যুবদলের নেতৃবৃন্দ।