খুলনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ ২০১৯-১১-১৬ - ১৭:০৪

খুলনা অফিস : খুলনার বড় বাজারে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় মোঃ হযরত আলী নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে বড় বাজারে এই অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, গত শুক্রবার রাতে চট্টগ্রামের পেঁয়াজের ব্যাপারি হয়রত আলী খুলনার বড় বাজার মোকামে এক গাড়ি পেঁয়াজ নিয়ে আসে। পেঁয়াজের ক্রয় মূল্য ছিলো ১৫৬ টাকা। ট্রাক ভাড়া, আনুষাঙ্গিক খরচ মিলে প্রতি কেজির মূল্য দাড়ায় ১৭৬ টাকা। কিন্তু পেয়াজের বিক্রেতা প্রতি কেজি পেঁয়াজ ২১০ থেকে ২২০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন। অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।