খুলনায় ইয়াবা-গাজাসহ আটক ৩

প্রকাশঃ ২০১৮-০৪-০৫ - ২১:২২

খুলনা : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর ‘ক’ ও ‘খ’ সার্কেলের পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ জামির শেখ (৫০), মোঃ মুন্না (৪৮) ও মোঃ আকরাম ব্যাপারী (৩০)। এদের কাছ থেকে ইয়াবা, গাজা ও হিরোইন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার নগরীর সোনাডাঙ্গা, খানাজাহানআলী থানা ও দিঘলিয়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ ও ‘খ’ সার্কেলের পরিদর্শক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ আহসান হাবিবেব নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোনডাঙ্গা ময়লাপোতা ১৪নং রোডে বিকেলে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা কাশেম ব্যাপারীর পুত্র মোঃ আকরাম ব্যাপারীকে ১শ’ গ্রাম গাজাসহ আটক করেন। অপর অভিযানে ‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমার রানার নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলা ৫নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত ইলিয়াস হোসেনের পুত্র মোঃ জামির শেখকে ২০পিস ইয়াবাসহ আটক করেন। একই পরিদর্শক অপর অভিযান চালিয়ে খানজাহানআলী থানাধীন এলাকার বাসিন্দা মৃত আরশাদ মোল্লার পুত্র মোঃ মুন্নাকে ১৮ পুড়িয়া হিরোইনসহ আটক করেন। এ ব্যাপারে আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ভাবে মামলা দায়ের করেন।