খুলনায় গণধর্ষণের অভিযোগে ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ ২০১৯-০৮-১০ - ১২:৪৮

খুলনা অফিস : খুলনা রেলওয়ে থানায় পুলিশি হেফাজতে নারী নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে জিআরপি থানার ওসিসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে গভীর রাতে ভুক্তভোগী বাদী হয়ে জিআরপি থানায় মামলা করেন।

মামলার বাদী পুলিশের দেয়া নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল মামলায় কারাগারে থেকে এই মামলা করেন। মামলার আসামিরা হলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকতা ওসমান গনি পাঠান ও এএসআই নাজমুল হক সহ তিন পুলিশ সদস্য।

উল্লেখ্য, গত ২রা আগষ্ট খুলনার জিআরপি থানায় পুলিশি হেফাজতে থাকা এক নারীকে ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠে। অভিযোগে ওই নারী বলেন, শুক্রবার সন্ধ্যায় বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি খুলনা রেলওয়ে স্টেশনে থামার পর তাকে আটক করে রেলওয়ে পুলিশের সদস্যরা। পরে, রাতে তাকে রেলওয়ে থানায় আটকে রেখে ‘পালাক্রমে ধর্ষণ’ করেন রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান, এসআই গৌতম কুমার পাল, এএসআই নাজমুল এবং কনস্টেবল মিজান ও হারুন।