খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

প্রকাশঃ ২০১৯-০৮-০৫ - ১৭:৪২

খুলনা অফিস : খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু  হয়েছে। তিনি খুলনা সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ অন্তঃসত্ত্বা নারীসহ চারজনের মৃত্যু হল।

এর আগে, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালে মারা যান আবহাওয়াবিদের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার। ঢাকা মেডিক্যালে মারা গেছে হাসান নামের ১৩ বছরের এক কিশোর। এছাড়া মাদারীপুরে এক পোশাক শ্রমিক মারা গেছেন।  গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬৫ জন।  ডেঙ্গু আক্রান্তদের বড় অংশই শিশু।

এর আগে, আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত একজন অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে। ওই নারীর গ্রামের বাড়ি জয়পুরহাট। এদিকে মাদারিপুরের শিবচরে ডেঙ্গু আক্রান্ত আরও একজন মারা গেছেন।

এর আগে, ৩১শে জুলাই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান অন্তঃসত্ত্বা মালিহা মাহফুজ অন্যা (২৭)। তার বাড়ি নারায়ণগঞ্জে। ২২শে জুলাই তাকে উত্তরার লুভানা হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়লে সেখানে ভর্তি করা হয়। ২৩শে জুলাই অন্যাকে উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অন্যার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ২৫শে জুলাই বিএসএমএমইউতে নেয়া হয়।

সারা দেশে রেকর্ড হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিন বাড়ছে মৃত্যু। গতকাল হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন। হাসপাতালগুলোতে এ মুহূর্তে সারা দেশে চিকিৎসাধীন প্রায় সাড়ে সাত হাজার। জানুয়ারী মাস থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮শ চারজন ।