খুলনায় তিন লাখ ফাইসা মাছের পোনা ও জাল জব্দ

প্রকাশঃ ২০১৮-০২-২৪ - ২০:০০

খুলনা : ফাইসা মাছের বিপুল পরিমাণ পোনাসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা এবং শ্রিম্পফ্রাই জাল জব্দ করেছেন কোস্টগার্ডের পশ্চিম জোনের সদস্যরা। শনিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের সিজি আউটপোস্ট নলিয়ানের একটি টহল দল খুলনা জেলার পাইকগাছা থানার মোজামনগর এলাকায় শিবসা নদীতে অভিযান চালায়।
এ সময় প্রায় তিন লাখ ফাইসা মাছের পোনা, একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা এবং দশ হাজার মিটার শ্রিম্পফ্রাই জাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। কোস্টগার্ড টহল দলের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা থেকে পালিয়ে যায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস জানান, কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাছের পোনা রক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত জালগুলো নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করে ও অবৈধ ফাইসা মাছের পোনাগুলো শিবসা নদীতে অবমুক্ত করা হয়েছে। নৌকাটি নলিয়ান ফরেস্ট অফিসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।