খুলনায় প্রার্থী হতে বিএনপি’র মনোনয়ন নিলেন মনি ও মনা

প্রকাশঃ ২০১৮-০৪-০৫ - ২১:৪৬

খুলনা : আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র কিনেছেন ২ জন। বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি ও জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা মনোয়নপত্র কিনেছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি করে বিএনপি। খুলনা ও গাজীপুর সিটির নেতারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে দল নির্ধারিত ১০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দুপুর পৌনে ১২টায় খুলনার বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির পক্ষে মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হাসান খান রানা এবং বিকেল তিনটার দিকে শফিকুল আলম মনা নিজে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা সাতটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার হবে। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটার মধ্যে অফেরতযোগ্য জামানত বাবদ ২৫ হাজার টাকাসহ মনোনয়নপত্র জমা দিতে হবে। এরপরই তারা সাক্ষাৎকারের জন্য বিবেচিত হবেন।