খুলনায় ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীকে সাজা

প্রকাশঃ ২০১৮-০৪-১৮ - ২০:০৯

খুলনা : খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘খ’ সার্কেল ও গোয়েন্দা শাখার পৃথক অভিযান চালিয়ে মাদকসহ দুই জনকে আটক করেছে। এর মধ্যে গাজা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। সাজা প্রাপ্ত মাদক ব্যবসায়ী হচ্ছেন মোঃ ইউনুচ আলী ফকির (৫৪)। এছাড়া অপর মাদক ব্যবসায়ী এনামুল মোড়ল (২৪) এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। আজ (১৮ এপ্রিল) বুধবার দিনব্যাপী ফুলতলা ও বাগেরহাটে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।
খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধায়নে ‘ক’ সার্কেলের ‘ক’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানার নেতৃত্বে একটি গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা উপজেলা দামোদর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত খলিলউদ্দিন ফকিরের পুত্র মোঃ ইউনুচ আলীকে ২শ’ গ্রাম গাজাসহ তাকে আটক করেন। পরবর্তীতে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ভ্র্যম্যমান আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে সন্ধ্যায় উক্ত সংস্থার গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক মোঃ মোসাদ্দেক হোসেন নেতৃত্বে একটি টিম ফকিরহাট উপজেলার পিলজং পুর্ব পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা বাবুল মোড়লের পুত্র এনামুল মোড়লকে ৫শ’ গ্রাম গাজাসহ তাকে আটক করেন। এ ব্যাপারে উক্ত-উপ-পরিদর্শক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।