খুলনায় মাদকসহ আটক ১

প্রকাশঃ ২০১৯-০৭-১১ - ১৯:২১

বিজ্ঞপ্তি : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা এর উপ-পরিচালক জনাব মো: রাশেদুজ্জামান এর তত্বাবধানে ‘খ’ সার্কেলের পরিদর্শক জনাব মো: সাইফুর রহমান রানা এবং খ সার্কেলের স্টাফ সহ জেলা প্রশাসক, খুলনা কার্যালয়ের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মো: মিজানুর রহমান এর নেতৃত্বে বৃহস্পতিবার (১১/০৭/১৯) সকাল ০৮:৩০ ঘটিকায় খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন বাসা নং-৩৬, টিবি বাউ-ারি রোড, মৌলভীপাড়া থেকে ইয়াবা সেবনরত অবস্থায় মো: মিল্টন (৪৮), পিতা: মো: মতিয়ার রহমান কে তার বাসা থেকে আটক করা হয় এবং বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জনাব মো: মিজানুর রহমান ঘটনাস্থলে আসামী মো: মিল্টন (৪৮) কে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদ- এবং নগদ ১০০০/- টাকা জরিমানা করেন। অপরদিকে ‘ক’ সার্কেলের পরিদর্শক জনাব হাওলাদার মো: সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এবং ক সার্কেলের স্টাফ সহ অদ্য ১১/০৭/১৯ ইং তারিখে সকাল ১১:৩০ ঘটিকায় রূপসা থানাধীন পূর্ব বাগমারা থেকে হারুন শেখের পুত্র হৃদয় শেখ (২২) কে ৩০ গ্রাম গাঁজা সহ আটক করা হয় এবং তার বিরুদ্ধে রূপসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। রূপসা থানার মামলা নং-১১। গত ০৯/০৭/১৯ ইং তারিখে ড্যাঞ্জারাস ড্রাগস (ডিডি) এর পারমিটধারী আহসান আহমেদ রোডের এলাহী মেডিসিন এর কর্ণধার মুনজুর এ এলাহি লাইসেন্স এর শর্ত ভঙ্গ করে পেথিডিন-মরফিন বিক্রয় করায় লাইসেন্স এর শর্ত ভঙ্গ করার কারণে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা এর উপ-পরিচালক জনাব মো: রাশেদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ধারা ১৫ এর ১ (ক) উপ-ধারা মোতাবেক শর্ত সাপেক্ষে প্রথমবারের মত ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করেন এবং এ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কোন হাসপাতাল বা ক্লিনিকে যদি লাইসেন্স বিহীন কেউ পেথিডিন-মরফিন বিক্রয় করে তাহলে খবর পাওয়া মাত্র অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাছাড়া এ ব্যাপারে আমাদের কঠোর নজরদারি আছে। মাদকের বিরুদ্ধে আমাদের শূন্য সহিষ্ণুতা।