খুলনা নগরীর ঐহিত্যবাহী পিকচার প্যালেস সিনেমা হলটি আজ বন্ধ

প্রকাশঃ ২০১৮-০৩-১৩ - ০২:০১

খুলনাঃ নগরীর ঐহিত্যবাহী সিনেমা হল নামে খ্যাত ছিল পিকচার প্যালেস সিনেমা হলটি। কিন্তু কালের বিবর্তনে আজ সে সিনেমা হলটি বন্ধ হয়ে পড়ে আছে। এক সময়কার খ্যাতনামা এক হলটি খুলনা শহরের প্রাণকেন্দ্র আলোড়ন সৃষ্টি করেছিল। নায়ক ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষের বেদের মেয়ে জ্যোøা ছবিটি বার সপ্তাহ ব্যাপী চললেও দর্শকের উপস্থিতি কমেনি। সরেজমিনে ঘুরে জানা যায় যে, বেদের মেয়ে জ্যোøা ছবিটি দেখতে যেয়ে এক মহিলার ওখানেই একটি মেয়ে জন্ম লাভ করে। যার বদলতে সে মেয়েটির নামও রাখা হয় জ্যোøা। সামাজিক ছবি ও ভালো ছবি দেখার জন্য দর্শনার্থীদের ভীড় পড়ে যেত। ২০০০ সালের পর থেকে একের পর এক দর্শকদের হার কমতে থাকে। এমনকি কাক-পক্ষীও দেখা যায় না। বর্তমানে হলটি বন্ধ থাকলেও দর্শকদের কাছে এখন তা রূপকথার কাল্পনিক গল্প মাত্র। আর এভাবেই হলটি বন্ধ হয়ে পড়ে আছে খুলনা শহরের প্রাণকেন্দ্রে। হলটি বন্ধ থাকলে মেইন রোডটি এখনও পিকচার প্যালেস নামে খ্যাত রয়েছে। বাংলাদেশ স্বাধীনতার পরে এই সিনেমা হলটি চালু হওয়ার পর থেকে সাদা-কালো ছবি দেখার জন্য গ্রাম বাংলার মানুষরা ছুটে আসতো। এখন এ হলটি বন্ধ হয়ে যাওয়াতে অনেকেই ভুলে গেছে নামটি। এই পিকচার হলটি বসুন্ধরা গ্র“প কেনার জন্য একটি করিকল্পনা হলেও এখনও বিক্রি হয়নি। সাধারণ মানুষ ধারণা করছে বসুন্ধরা গ্র“প হলটি কিনলে ২১তলা সিটি-ইন মার্কেট হবে বলে পরিকল্পনা রয়েছে। কারণ খুলনার ভেতরে সিটি-ইন মার্কেট হিসেবে পিকচার হলটি মানই। হলটি বন্ধ হওয়ার কিছু দিন পরই খুলনার অনেকের মুখে জানতে পারা যায় নাম প্রকাশ না করে বলেন যে, এই হলটি জাহানাবাদ সী ফুডের পরিচালক আলহাজ্ব জব্বার মোল্লা কেনার একটি গুঞ্জন উঠেছিল। এই বিষয়ে এই প্রতিবেদককে বিশিষ্ট চিংড়ি ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জব্বার মোল্লার সাথে আলাপ করলে তিনি হলটি না কেনার কথা স্বীকার করেন।