খুলনা বিভাগীয় উলামা সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১০-২০ - ০০:২১

খুলনা : খেলাফত মজলিসের আমীর ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দেশ ও জাতির কান্তি লগ্নে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া খুবই প্রয়োজন। কারণ একমাত্র আলেম সমাজই পারে একটি সমাজ তথা রাষ্ট্রের যে কোন দুঃসময়ের হাল ধরতে, উত্তোরণ ঘটাতে এবং সঠিক দিক নির্দেশনা দিতে। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ শরণার্থী রোহিঙ্গা মুসলিমদের যথাযোগ্য মর্যাদায় মিয়ানমারে ফেরত নিতে চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘দেশ ও জাতির কান্তি লগ্নে জাতির কর্ণধার উলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক বিভাগীয় উলামা সম্মেলনে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস খুলনা বিভাগীয় শাখা এ সম্মেলনের আয়োজন করে। উলামা সম্মেলনে প্রধান আলোচক ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কেন্দ্রীয়  উলামা কমিটির আহবায়ক মাওলানা সাখাওয়াত হোসাইন। বিশেষ আলোচক ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর হাফেজ মাওলানা মজদুদ্দীন আহমদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা এ.কে.এম. আইয়ুব আলী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মুফতী শিহাব উদ্দীন ও সিলেটের জামেয়া নজিবিয়া ইসলামিয়া গোলাপগঞ্জের প্রিন্সিপ্যাল মাওলানা সালেহ নজীব আল-আইয়ূবী। দলের মহানগর সভাপতি ও ওলামা সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলহাজ্ব মাওলানা গোলাম কিবরিয়া, নগর শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আলী আহমাদ এবং জেলা শাখার সাধারণ সম্পাদক ও রূপসা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল্লাহ যোবায়ের সম্মেলন পরিচালনা করেন। খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মহানগরীর সকল থানা, ইউনিট থেকে খেলাফত মজলিসসহ অন্যান্য আলেম উলামাগণ এ সম্মেলনে যোগদান করেন।