খুলনা বিভাগে ১৪ জনের করোনা সনাক্ত

প্রকাশঃ ২০২০-০৫-২৪ - ২০:৫২

খুলনা অফিস : খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ রবিবার ১৮৮ টি নমুনা সংগ্রহ করা হয়। খুলনার ৬৩ টি নমুনার মধ্যে ১০টি নমুনার রিপোর্ট পজেটিভ আসে । খুলনায় ৫টি, ফকিরহাটে ৩টি, যশোরের মনিরামপুর ১ টি, বাগেরহাটের শরণখোলা ১টি রিপোর্ট পজেটিভ আসে, আজ রাতে তাদের নমুনা পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ডা. মেহেদী নেওয়াজ।তিনি জানান, আজ মোট ১০ জন রোগী শনাক্ত হয় এর মধ্যে খুলন৫সেনহাটি,দিঘলিয়া-৩,ফরমাইসকানা,দিঘলিয়া-১,বাঘমারা,রুপসা-১ জন,বাগেরহাট ৩ জন মনিরামপুর ১,শরণখোলা ১ জন।
গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ১০ জন ও কুষ্টিয়ার পিসিআর ল্যাবে ১৫৩ টি নমুনা পরীক্ষায় চার জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যশোরের পিসিআর ল্যাব বন্ধ রয়েছে।এখন বিভাগের ১০ জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৪২১ জন। এরমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এসব তথ্য দিয়ে জানানো হয়েছে ।