খুলনা মহানগর আ’লীগের উপদেষ্টা পরিষদের অনুমোদন

প্রকাশঃ ২০২১-০১-১৫ - ২২:০২

বিজ্ঞপ্তি: খুলনা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় নির্বাহী পরিষদ। গত ৩ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ২৯জন সদস্যের নামের তালিকায় স্বাক্ষর করে অনুমতি প্রদান করেছেন বলে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন, মোস্তজাবুল হক মোস্তফা (২৯ নং ওয়ার্ড), শেখ আব্দুল কাদের (২৯ নং ওয়ার্ড), আবুল কাশেম (সদর), নাসির উদ্দিন দেওয়ান (২১ নং ওয়ার্ড), মাষ্টার মাহাবুবুর রহমান (৩০ নং ওয়ার্ড), এ্যাড. সোহরাব হোসেন (২২নং ওয়ার্ড), এ্যাড. বিরেন্দ্র নাথ (২৭ নং ওয়ার্ড), আলহাজ্ব শেখ আবুল হোসেন (৩১নং ওয়ার্ড), ডা. হারুন অর রশীদ (৩১ নং ওয়ার্ড), জিন্নাহ্ মাষ্টার (১৪নং ওয়ার্ড), সৈয়দ আরব আলী (১১নং ওয়ার্ড), শিকদার মোজাফফর মাষ্টার (১২নং ওয়ার্ড), আব্দুল জলিল মাষ্টার (১০নং ওয়ার্ড), আবু বক্কর সিকদার (৭নং ওয়ার্ড), মো. নাসির উদ্দিন (১৪নং ওয়ার্ড), বীর মুক্তিযোদ্ধা শেখ মনিরুল ইসলাম (১৪নং ওয়ার্ড), প্রফেসর আব্দুর রশীদ (৫নং ওয়ার্ড), আব্দুল মালেক মোড়ল (৪নং ওয়ার্ড), হায়দার আলী (১নং ওয়ার্ড), নারায়ণ চন্দ্র সরদার (৩২নং ওয়ার্ড), মোহাম্মদ হোসেন বন্দ (৫নং ওয়ার্ড), আলহাজ্ব হাবিবুর রহমান (৩৩নং ওয়ার্ড), বেগ আব্দুল মান্নান (৩৫নং ওয়ার্ড), গোলাম মোস্তফা (২নং ওয়ার্ড), আরাজুল ইসলাম আরজু (২০নং ওয়ার্ড), মো. লোকমান হোসেন (১৭নং ওয়ার্ড), গাউসুল আজম গাউস (২৫নং ওয়ার্ড), এ্যাড. হারুন অর রশীদ (১৮নং ওয়ার্ড), শেখ আকতার হোসেন সল্টু (১৬নং ওয়ার্ড)।

উপদেষ্টাদের দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।