খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন

প্রকাশঃ ২০১৭-১০-১৫ - ১৭:০০

আবু হোসাইন সুমন, মোংলা : খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ কাজের অগ্রগতি পরিদশর্ন করেছেন রেলপথ সচিব মোফাজ্জেল হোসেন। রবিবার দুপুরে তিনি মোংলার দিগরাজ এলাকায় চলমান রেলপথ নির্মাণ কাজ ছাড়াও মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে খুলনার ফুলতলা থেকে রুপসা পযর্ন্ত রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হবে। এরপর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি আরো বলেন, ২০১৯ সালে রুপসা নদীর উপর রেল সেতু নির্মাণ কাজ শেষ হবে। মুলত মোংলা বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে কন্টেইনার ও কন্টেইনার পণ্য পরিবহনের জন্য ভারত-বাংলাদেশ যৌথভাবে এ রেলপথ নিমাণ করছে। গুরুত্বপূর্ণ এই রেলপথটি চালু হলে মোংলা বন্দরের কর্মচাঞ্চল্যতা আরো বেড়ে যাবে। এ সময় তার সাথে রেলপথ ও মোংলা বন্দর কর্তৃপক্ষসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার সকালে মোংলার দিগরাজ থেকে ভাগা পর্যন্ত প্রায় সাড়ে ১১কি:মি: রেল লাইন স্থাপনের জন্য রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আব্দুল খালেক।