খেলার ছলেই শিখবে শিশুরা, দেশে হবে খেলনা হাব

প্রকাশঃ ২০২০-০৮-৩০ - ২১:০০

আর্ন্তজাতিক ডেস্কঃ খেলতে খেলতেই শিখবে দেশ। বিশ্বের কাছে খেলনার হাব হয়ে উঠবে ভারত। পড়াশোনা থেকে বিনোদন অ্যাপ কিংবা কম্পিউটটার গেম। মন কি বাতে আত্মনির্ভর ভারতকে ভোকাল ফর লোকালের ডাক প্রধানমন্ত্রীর। PM Narendra Modi

প্লে স্কুল হোক কিংবা বাড়ি, খেলনা দেখলে শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। এবার বিশ্বজুড়েই শিশুদের মনে জায়গা করে নিতে চায় আত্মনির্ভর ভারত। মন কি বাতে সেই পথই দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলনার বাজারেও ‘আত্মনির্ভর’ হতে চায় ভারত ৷ বর্তমানে বিশ্বে খেলনা শিল্পে লগ্নি প্রায় ৭ লক্ষ কোটি। যার সিংহভাগ প্রায় ৭০ শতাংশই দখল করে রেখেছে প্রতিবেশী দেশ চিন। সেই বাজার দখলই এখন ভারতের লক্ষ্য। প্লে স্কুল হোক কিংবা বাড়ি, খেলনা দেখলে শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। এবার বিশ্বজুড়েই শিশুদের মনে জায়গা করে নিতে চায় আত্মনির্ভর ভারত। মন কি বাতে সেই পথই দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলনার বাজারেও ‘আত্মনির্ভর’ হতে চায় ভারত ৷ বর্তমানে বিশ্বে খেলনা শিল্পে লগ্নি প্রায় ৭ লক্ষ কোটি। যার সিংহভাগ প্রায় ৭০ শতাংশই দখল করে রেখেছে প্রতিবেশী দেশ চিন। সেই বাজার দখলই এখন ভারতের লক্ষ্য।
প্লে স্কুল হোক কিংবা বাড়ি, খেলনা দেখলে শিশুদের চোখে-মুখে ফুটে ওঠে মিষ্টি হাসি। এবার বিশ্বজুড়েই শিশুদের মনে জায়গা করে নিতে চায় আত্মনির্ভর ভারত। মন কি বাতে সেই পথই দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলনার বাজারেও ‘আত্মনির্ভর’ হতে চায় ভারত ৷ বর্তমানে বিশ্বে খেলনা শিল্পে লগ্নি প্রায় ৭ লক্ষ কোটি। যার সিংহভাগ প্রায় ৭০ শতাংশই দখল করে রেখেছে প্রতিবেশী দেশ চিন। সেই বাজার দখলই এখন ভারতের লক্ষ্য।

ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, অসম, বারাণসীতে রয়েছে খেলনা তৈরির ক্লাস্টার। তাই এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে খেলনা রফতানিতে জোর। প্রধানমন্ত্রীর বার্তা, ‘team up for toys’। তিনি বলেন, ‘শিশুদের জীবনে খেলনার ভূমিকা বিরাট ৷ রাষ্ট্রীয় শিক্ষানীতিতে খেলনা নিয়ে বিশেষ নজর ৷ বহু জায়গায় খেলনা ক্লাস্টার তৈরি হচ্ছে ৷ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অসমে খেলনা ক্লাস্টার৷ খেলনা শিল্পে MSME বিনিয়োগ করলে সফল হবে ৷ খেলনা তৈরিতেও দেশকে আত্মনির্ভর হতে হবে ৷ বেশি করে দেশীয় অ্যাপ ব্যবহার করুন ৷ ভারতীয়দের উদ্ভাবনী ক্ষমতা অসীম ৷ সেপ্টেম্বরে দেশজুড়ে ‘পুষ্টি’ মাস পালন ৷ শৈশবের পুষ্টিই ভবিষ্যত তৈরি করে ৷ পুষ্টি নিয়ে সচেতনতা বাড়াতে হবে ৷’ ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, অসম, বারাণসীতে রয়েছে খেলনা তৈরির ক্লাস্টার। তাই এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে খেলনা রফতানিতে জোর। প্রধানমন্ত্রীর বার্তা, ‘team up for toys’। তিনি বলেন, ‘শিশুদের জীবনে খেলনার ভূমিকা বিরাট ৷ রাষ্ট্রীয় শিক্ষানীতিতে খেলনা নিয়ে বিশেষ নজর ৷ বহু জায়গায় খেলনা ক্লাস্টার তৈরি হচ্ছে ৷ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অসমে খেলনা ক্লাস্টার৷ খেলনা শিল্পে MSME বিনিয়োগ করলে সফল হবে ৷ খেলনা তৈরিতেও দেশকে আত্মনির্ভর হতে হবে ৷ বেশি করে দেশীয় অ্যাপ ব্যবহার করুন ৷ ভারতীয়দের উদ্ভাবনী ক্ষমতা অসীম ৷ সেপ্টেম্বরে দেশজুড়ে ‘পুষ্টি’ মাস পালন ৷ শৈশবের পুষ্টিই ভবিষ্যত তৈরি করে ৷ পুষ্টি নিয়ে সচেতনতা বাড়াতে হবে ৷’
ভারতের অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, অসম, বারাণসীতে রয়েছে খেলনা তৈরির ক্লাস্টার। তাই এবার দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে খেলনা রফতানিতে জোর। প্রধানমন্ত্রীর বার্তা, ‘team up for toys’। তিনি বলেন, ‘শিশুদের জীবনে খেলনার ভূমিকা বিরাট ৷ রাষ্ট্রীয় শিক্ষানীতিতে খেলনা নিয়ে বিশেষ নজর ৷ বহু জায়গায় খেলনা ক্লাস্টার তৈরি হচ্ছে ৷ অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, অসমে খেলনা ক্লাস্টার৷ খেলনা শিল্পে MSME বিনিয়োগ করলে সফল হবে ৷ খেলনা তৈরিতেও দেশকে আত্মনির্ভর হতে হবে ৷ বেশি করে দেশীয় অ্যাপ ব্যবহার করুন ৷ ভারতীয়দের উদ্ভাবনী ক্ষমতা অসীম ৷ সেপ্টেম্বরে দেশজুড়ে ‘পুষ্টি’ মাস পালন ৷ শৈশবের পুষ্টিই ভবিষ্যত তৈরি করে ৷ পুষ্টি নিয়ে সচেতনতা বাড়াতে হবে ৷’

মনের কথায় কবিগুরুর কথার রেশ ধরে প্রধানমন্ত্রীর দাওয়াই, খেলতে খেলতেই প্রকৃত শিক্ষা পাবে শিশুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকবিকে উদ্ধৃত করে বলেন, ‘ কবিগুরু আমাদের বলে গিয়েছেন সেই কবেই, খেলনা এমন হবে, যা বাচ্চাদের সৃজনশীলতার উপর জোর দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেরা খেলনা আসলে অসম্পূর্ণ। আর বাচ্চারা খেলতে-খেলতে নিজেরাই তা সম্পূর্ণ করবে। ’ মনের কথায় কবিগুরুর কথার রেশ ধরে প্রধানমন্ত্রীর দাওয়াই, খেলতে খেলতেই প্রকৃত শিক্ষা পাবে শিশুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকবিকে উদ্ধৃত করে বলেন, ‘ কবিগুরু আমাদের বলে গিয়েছেন সেই কবেই, খেলনা এমন হবে, যা বাচ্চাদের সৃজনশীলতার উপর জোর দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেরা খেলনা আসলে অসম্পূর্ণ। আর বাচ্চারা খেলতে-খেলতে নিজেরাই তা সম্পূর্ণ করবে। ’
মনের কথায় কবিগুরুর কথার রেশ ধরে প্রধানমন্ত্রীর দাওয়াই, খেলতে খেলতেই প্রকৃত শিক্ষা পাবে শিশুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বকবিকে উদ্ধৃত করে বলেন, ‘ কবিগুরু আমাদের বলে গিয়েছেন সেই কবেই, খেলনা এমন হবে, যা বাচ্চাদের সৃজনশীলতার উপর জোর দেবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সেরা খেলনা আসলে অসম্পূর্ণ। আর বাচ্চারা খেলতে-খেলতে নিজেরাই তা সম্পূর্ণ করবে। ’

সম্প্রতি টিকটক সহ একাধিক চিনা অ্যাপ ব্যান করেছে নয়াদিল্লি। তার পর থেকেই বাড়ছে ভারতীয় অ্যাপের বাজার দখল-জনপ্রিয়তা। ভারতীয় অ্যাপ কু’ এবং ‘চিঙ্গারি’-র প্রসঙ্গ টেনে অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভর ভারতের অন্যতম সেরা উদাহরণ এই দুই অ্যাপ।’। ৮ থেকে আশি…বিশ্বজুড়েই কম্পিউটার গেমের জনপ্রিয়তা তুঙ্গে। তাই অনলাইন গেমে হ্যাকাথনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রধানন্ত্রীর বার্তা ‘লেট দ্য গেমস বিগিন’ ৷ সম্প্রতি টিকটক সহ একাধিক চিনা অ্যাপ ব্যান করেছে নয়াদিল্লি। তার পর থেকেই বাড়ছে ভারতীয় অ্যাপের বাজার দখল-জনপ্রিয়তা। ভারতীয় অ্যাপ কু’ এবং ‘চিঙ্গারি’-র প্রসঙ্গ টেনে অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভর ভারতের অন্যতম সেরা উদাহরণ এই দুই অ্যাপ।’। ৮ থেকে আশি…বিশ্বজুড়েই কম্পিউটার গেমের জনপ্রিয়তা তুঙ্গে। তাই অনলাইন গেমে হ্যাকাথনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রধানন্ত্রীর বার্তা ‘লেট দ্য গেমস বিগিন’ ৷
সম্প্রতি টিকটক সহ একাধিক চিনা অ্যাপ ব্যান করেছে নয়াদিল্লি। তার পর থেকেই বাড়ছে ভারতীয় অ্যাপের বাজার দখল-জনপ্রিয়তা। ভারতীয় অ্যাপ কু’ এবং ‘চিঙ্গারি’-র প্রসঙ্গ টেনে অ্যাপ ইনোভেশন চ্যালেঞ্জের সাফল্য তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, ‘আত্মনির্ভর ভারতের অন্যতম সেরা উদাহরণ এই দুই অ্যাপ।’। ৮ থেকে আশি…বিশ্বজুড়েই কম্পিউটার গেমের জনপ্রিয়তা তুঙ্গে। তাই অনলাইন গেমে হ্যাকাথনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। প্রধানন্ত্রীর বার্তা ‘লেট দ্য গেমস বিগিন’ ৷

 

সূত্রঃ নিউজ ১৮