গাইবান্ধায় জাতীয় ভোটাধিকার দিবস পালিত

প্রকাশঃ ২০২১-০৩-০২ - ১৬:০১

আশরাফুল ইসলাম, গাইবান্ধা : বয়স যদি আঠারো হয় ,ভোটার হতে দেরী নয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা শহরসহ জেলার সবকয়টি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভোটার দিবস ২০২১।

জেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালনে র‌্যালী ,আলোচনা সভা,পুরুস্কার ও ভোটাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। এসময় জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব,সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফসহ জেলা প্রশাসনের ও জেলা নির্বাচন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় পরিচয় পত্র স্মাট কার্ড বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা পাশাপাশি ভোটার তালিকা প্রনয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এদিন জেলার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আজ ২ মার্চ দুপুরে জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি।  উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণের সভাপতিত্বে উপজেলা হলরুমে বিশেষ অতিখি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মেয়র মুকিতুর রহমান রাফি। থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার বিএস ব্রজেন্দ্রনাথ।

এছাড়াও পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, এস এমবি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম,আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান তোতা, উপজেলা নির্বাচন অফিসার শাহিনুর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতবৃৃন্দ। পরে জাতীয় পরিচয় পত্র স্মাট কার্ড বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এছাড়াও ভোটার তালিকা প্রনয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।