গাইবান্ধায় নদ-নদী গুলোতে বন্যার পানি বিপদসীমার নিচে

প্রকাশঃ ২০২০-০৮-০৬ - ২২:২০

আশরাফুল ইসলাম গাইবান্ধাঃ ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নেমে আসার ফলে জেলার সবগুলোর নদ-নদীর পানি এখন বিপদসীমার নিচে। বুধবার রাত ৯টায় তিস্তামুখঘাট পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার নিচে নেমে আসে। বৃহস্পতিবার বিকাল ৩টায় এ নদের পানি বিপদসীমার ২২ সে.মি. নিচে নেমে এসেছে। ঘাঘট,তিস্তা, করতোয়া ও বাঙালীসহ অন্যান্য নদীর পানি বিপদসীমার অনেক নিচে নেমে আসে। জেলা প্রশাসক জানিয়েছে, বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ ও সদর উপজেলায় খয়রাতি সাহায্য হিসেবে ৬০৫ মে. টন চাল, নগদ ১৮ লাখ ৫০ হাজার টাকা, গো-খাদ্যের জন্য ১২ লাখ, শিশু খাদ্যের জন্য ৬ লাখ এবং ৬ হাজার ৬৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।