গাইবান্ধায় সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে খাদ্য বিতরণ

প্রকাশঃ ২০২০-০৫-০৭ - ১৮:৫৪

গাইবান্ধা প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে চলমান লকডাউনে সামাজিক দুরত্ব বজায় রেখে গাইবান্ধায় কর্মহীন হয়ে পড়া ৬টি ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের এক হাজার পরিবারের মধ্যে আজ ৭ মে বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ উপজেলার মাহমুদবাগ দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে করোনা খাদ্য সহায়তা দেয়া হয়।

জাতীয় মানবাধিকার কমিশন ও ইউএনডিপি-হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন অবলম্বনের আয়োজনে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তার প্রত্যেকটি প্যাকেটের মধ্যে রয়েছে চাল ১০ কেজি, আটা ৫ কেজি, চিড়া এক কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, মুসুর ডাল ২ কেজি, লবণ এক কেজি, চিনি ২ কেজি, তেল ২ লিটার, সাবান ২টি। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী নেতা ফিলিমন বাস্কে, গৌর চন্দ্র পাহাড়ী, সম্প্রীতি ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এমিলি হেমব্রম, আদিবাসী নেত্রী কেরিনা সরেন, ইয়ুথ লিডার সুখী পাহাড়ী, বৃটিশ সরেন, প্রকল্প সমন্বয়কারী একেএম মাহাবুবুল আলম, প্রজেক্ট অফিসার দিপ্তী মুর্মু, মোস্তফা কামাল, শাবানা আকতার প্রমুখ। ছবিটি তুলেছেন ফটোসাংবাদিক কুদ্দুস আলম।