গাফিলতির জন্য ওসি মোয়াজ্জেমকে আদালতের তিরস্কার

প্রকাশঃ ২০১৯-১০-২৪ - ১৫:০৮

ঢাকা অফিস : মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবারে বেলা ১১টার দিকে, ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে এ রায় ঘোষণা করা হয়।

এ সময়, নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের গাফিলতির অভিযোগে তাকে তিরস্কার করেন আদালত। আদালত বলেন, এ ঘটনায় তৎকালীন ওসি গাফিলতি করেছেন। ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন আদালত।

নুসরাত হত্যাকণ্ডের প্রায় ১০ দিন আগে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে ফেনীর সোনাগাজী থানায় যান নুসরাত। থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন সে সময় নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন। পরে, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

ওই ঘটনায় ব্যারিস্টার সায়েদুল হক সুমন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে আদালতের নির্দেশ তার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।