গুগল ম্যাপের ভয়েস নেভিগেশন এখন বাংলায়

প্রকাশঃ ২০১৯-০৭-১৬ - ২০:০০

ঢাকা অফিস : বাংলাদেশের মোটর আরোহী ও চালকদের জন্য আলাদা পথ নির্দেশনা, বাংলাভাষায় দিক নিদের্শনা সুবিধাসহ গুগল ম্যাপে বেশ কয়েকটি নতুন ফিচার চালু করেছে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। মঙ্গলবার দুপুরে, রাজধানীর একটি হোটেলে এই সেবাগুলো উদ্বোধন করে গুগল ম্যাপস এর দক্ষিণ এশিয়ার একটি দল।

নতুন এসব সেবার আওতায় মোটর সাইকেল চালককে এখন থেকে সবচেয়ে সুবিধাজনক রাস্তা এবং গন্তব্যে পৌছানোর সম্ভাব্য সময় জানিয়ে দেবে গুগল। রাইড শেয়ার করার সময়, গুগল ম্যাপে যাত্রীর বেঁধে দেওয়া রুট থেকে বেশি দুরে গেলেই  সতর্ক বার্তা পাঠাবে অ্যাপটি।

এছাড়া চলার রাস্তা নির্ভুল করতে যাত্রীকে বাংলায় পথেরে দিক নির্দেশ দেবে। এছাড়া তরুণদের  কর্মসংস্থান বাড়াতে,’কর্ম’ নামের আরেকটি বিশেষ সুবিধা পাওয়া যাবে গুগল ম্যাপে।

তথ্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা প্রদান ও  ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিতে, গুগলকে বাংলাদেশে অফিস খোলার আহবান জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্ত প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক।