গুজবে কান না দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশঃ ২০১৯-০৭-২৩ - ১৯:০৪

ঢাকা অফিস : আইন নিজের হাতে তুলে না নিতে এবং গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে, সচিবালয়ে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি দাবি করেন, মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্যই একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এসব গুজব ছড়াচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা, কী উদ্দেশ্যে এসব করছে তা খুঁজে বের করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। ভিডিও ফুটেজ দেখে গণপিটুনিতে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ৮১ জনকে আটক করা হয়েছে বলে জানান মন্ত্রী।

এছাড়া, সারা দেশে গণপিটুনির ঘটনায় ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এসব ঘটনায় ৯টি হত্যা মামলা এবং ১৫টি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।