গুজব ছড়ানো সেই টিউবওয়েল অপসারণ

প্রকাশঃ ২০১৯-০৭-১০ - ১৪:৩৪

ঝিনাইদহ : ঝিনাইদহের গুজব ছড়ানো সেই টিউবওয়েলটি সরিয়ে ফেলা হয়েছে। সদরের গোপালপুর গ্রামের পূর্বপাড়া মাঠে স্থাপন করা টিউবওয়েলটি মঙ্গলবার রাতে প্রশাসনের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক হোসেনের নেতৃত্বে সরিয়ে ফেলা হয়।

তবে কে বা কারা গুজব ছড়িয়েছিলেন যে- ঝিনাইদহে বিশেষ এক নলকূপের পানি পান করলেই মিলছে সব রোগ থেকে মুক্তি। আলসার, ক্যান্সার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস, বাতসহ সব রোগ থেকেই মুক্তি মিলবে।  এমন খবরে, ঝিনাইদহের সদর উপজেলার পল্লী বাজার এলাকার গোপালপুর গ্রামে ভিড় জমায় ওই টিউবওয়েলের পানি নিতে। আশেপাশের জেলা ও উপজেলা থেকেও আসে রোগী ও তাদের স্বজনরা।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে এক ব্যক্তি নাকি স্বপ্নে দেখে এই নলকূপের পানি পান করলেই রোগ সেরে যাবে। আর তাতেই কানাকানি আর গুজব ছড়িয়ে পড়ে আশেপাশের সব এলাকায়। তারপর থেকেই এমন গুজবে ভর করে হাজার হাজার মানুষ ভিড় করছেন এই নলকূপের পানি সংগ্রহ করতে।