গোপালগঞ্জে সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের ৭ দফার দাবিতে মানববন্ধন

প্রকাশঃ ২০১৭-১১-১২ - ১৭:৫৯

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে চাকুরী নিয়মিতকরণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে হাতে-হাত ধরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা।

মানবন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সওজ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি মোঃ তমিজ উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের সেখ, সাংগঠনিক সম্পাদক শিবলী সিদ্দিক, প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমূখ।

এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭০৫৯ জন ওয়ার্ক চার্জড কর্মচারীগণকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা, মহামান্য হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের প্রদত্ত রায় মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে শুন্য পদের বরাবরে ও কনভার্টেড হিসেবে নিয়মিত করণসহ আমরা যে ৭ দফা দাবি পেশ করেছি তা দ্রুত কার্যকরের দাবি জানান বক্তারা।