গ্যাসের দাম ১০৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব

প্রকাশঃ ২০১৯-০৩-১২ - ২১:৩৪

ঢাকা অফিস : গণশুনানিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম প্রায় ১০৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে গ্যাস বিতরণকারি কোম্পানি তিতাস। আজ মঙ্গলবার সকালে, রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি এ গণশুনানির আয়োজন করে।

গণশুনানিতে ভোক্তা পর্যায়ে এক চুলায় গ্যাসের দাম ৭৫০ থেকে বাড়িয়ে ১৩৫০, দুই চুলায় ৮শ’ থেকে বাড়িয়ে ১৪শ’ ৪০ টাকা করারও প্রস্তাব দেয় কোম্পানিটি।

তিতাসের প্রস্তাবনায় বলা হয়, বিদ্যুত উৎপাদনে বর্তমান মূল্য থেকে ২০৮ শতাংশ বাড়িয়ে ৯ টাকা ৭৪ পয়সা, শিল্পক্ষেত্রে ১৩২ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ৫ পয়সা , বাণিজ্যিক ক্ষেত্রে ৪১ শতাংশ দাম বাড়িয়ে ২৪ টাকা করতে হবে।

তিতাস বলছে, আমদানিকরা এলএনজি গ্যাস, দেশে উৎপাদিত গ্যাসের সঙ্গে মেশালে প্রতি ঘনমিটার গ্যাসের বিক্রয়মূল্য দাড়ায় ১৪ টাকা ৯১ পয়সা।

তবে, চলতি অর্থবছর গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন নেই বলে মনে করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।