চট্টগ্রামের বহদ্দদারহাটের ‘আতঙ্ক’ হামকা রাজু গ্রেপ্তার

প্রকাশঃ ২০২০-১১-০৪ - ১৩:৪৭

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরের বহদ্দদারহাট এলাকার ‘আতঙ্ক’ কিশোর গ্যাং লিডার হামকা রাজুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। তার বিরুদ্ধে চাঁন্দগাও ও পাঁচলাইশ থানায় হত্যাচেষ্টাসহ ৫টি মামলা আছে। বুধবার (৪ নভেম্বর) রাত ১ টায় চাঁন্দগাও থানার বাস টার্মিনাল এলাকার নিজ ঘর থেকে রাজুকে গ্রেপ্তার করা হয় বলে গণমাধ্যমকে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান। র‍্যাব জানায়, গ্রেপ্তার হামকা রাজু (৩২) নগরের চান্দগাঁও থানার কসাই পাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে সে এলাকায় ছিনতাই আর কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে কিশোরগ্যাং পরিচালনা ও কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে থানায় ৫টি মামলাও রয়েছে। এ বিষয়ে র‌্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লাইট বন্ধ করে তিনি পালাবার চেষ্টা করলেও তাকে নিজ বাসার টয়লেট থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেখানো তথ্য অনুযায়ী টেলিভিশন বক্সের পেছন থেকে ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি সহ একটি ইলেক্ট্রিক শক বোটম উদ্ধার করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদে সে কিশোর গ্যাং পরিচালনার কথা স্বীকার করে। ৮০ থেকে ১০০ জন কিশোর গ্যাং দিয়ে ইয়াবা ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই কাজ করার কথাও স্বীকার করে হামকা রাজু।