চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৩

প্রকাশঃ ২০২০-০৯-২৪ - ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৯শ পিস ইয়াবাসহ রোহিঙ্গাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিন-রাত অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হচ্ছে মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ (২৫), মো: হাসমি(৪০) এবং মো: হাসমি (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণঅধিদপ্তর (ডি.এন.সি.) চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল, চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিকত ত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সক্রিয় সহযোগিতায় কোতোয়ালী সার্কেলের সহকারী উপ পরিদর্শক মো: লুৎফর রহমান এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম শহররে বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন ২০১৮ মোতাবেক কোতোয়ালী সার্কেল সহকারী উপ-পরিদর্শক মো: লুৎফররহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা  দায়ের করেন।  অপরদিকে বন্দর সার্কেল পরিদর্শক মো: সিরাজুল ইসলাম এর  নেতৃত্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় এক মাদক বিরোধী অভিযানে চট্টগ্রাম শহরের খুলশি থানাধীন জাকির হোসেন রোড এলাকা থকেে রোহঙ্গিা মাদক ব্যবসায়ী মো: হাসমিকে ৫শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পরিদর্শক মো: সিরাজুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা  দায়ের করেন।  এছাড়া        বন্দর সার্কেল পরিদর্শক মো: সিরাজুল ইসলাম এর  নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে একইদিনে সন্ধ্যায় অপর এক মাদক বিরোধী অভিযানে বাকলিয়া থানাধীন বশরুজ্জামান চত্বর এলাকা থকেে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী সানজিদা বেগমকে ৪শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন-২০১৮ মোতাবেক পরিদর্শক মো: সিরাজুল ইসলাম সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা  দায়ের করেন।