চট্টগ্রামে ইয়াবাসহ আটক ৪

প্রকাশঃ ২০২০-১০-০৪ - ১৮:৫৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ীরা মো: নূরকামাল (২২), মো: রফিক(২০), আব্দুল মতলব (৫৩) এবং মো: ইকবাল হোসেন (২০)। শনিবার (৪ অক্টোবর) চট্টগ্রামে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, উক্ত সংস্থার চট্টগ্রাম মেট্রো: উপ অঞ্চল এর উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে চান্দগাঁও সার্কেল পরিদর্শক  লোকাশীষ চাকমা এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে চট্টগ্রামের বাকলিয়া থানাধীন মেরিনার্স রোড¯’ জামাল খানের ফোন ফ্যাক্সের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় রোহিঙ্গা মৃত মাত আলমের পুত্র মাদক ব্যবসায়ী মো: নূরকামালকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  এছাড়া বশরুজ্জামান চত্বর এলাকায় অপর এক মাদক বিরোধী অভিযানে রোহিঙ্গা মাদক ব্যবসায়ী মৃত সৈয়দ আলমের পুত্র মো: রফিককে  ৩ হাজার ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  অন্যদিকে কোতোয়ালী সার্কেল পরিদর্শক মো: মোজাম্মেল হক এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সকালে অপর এক মাদক বিরোধী অভিযানে শহরের কোতোয়ালী থানাধীন কদমতলী এলাকা থেকে মৃত আশ্রাফ আলীর পুত্র মাদক ব্যবসায়ী আব্দুল মতলবকে ৩ হাজার ২শ পিস ইয়াবসহ গ্রেফতার করা  হয়।
এদিকে বন্দর সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে কোতয়ালী থানাধীন ৯৫ স্টেশন রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মৃত আবু তালেবের পুত্র মাদক ব্যবসায়ী মো: ইকবাল হোসেনকে ২ হাজার ৫শ  পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় ।  উল্লিখিত আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকের আইনে মামলা দায়ের করা হয়েছে।