চট্টগ্রামে ইয়াবা-গাজাসহ আটক ২৫: সাজা-অর্থদন্ড প্রদান

প্রকাশঃ ২০২০-০২-০৬ - ১৮:২০

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চলের  মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবা ও গাজা সহ ২৫ জন আটক করেছেন। অভিযানে ইন প্রা. ডল আবাসিক হোটেল থেকে ইয়াবা ব্যবসায়ী মো: রাসেদুল ইসলাম রুবেল (৩৫) এবং মো: জাকির হোসেন (৩৮)কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া অপর অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারিসহ ২৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদেরকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। মহানগর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগরী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রম্যমান আদালত পরিচালনা করেন। গতকার চট্টগ্রাম মহানরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল, চট্টগ্রাম এর উপ-পরিচালক মো: রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে এক মাদক বিরোধী অভিযানে পতেঙ্গা থানাধীন বাটার ফ্লাই ইন প্রা. লি. নামীয় আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলে ২য় তলার ২০২ নং কক্ষ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মো: রাসেদুল ইসলাম রুবেল ও মো: জাকির হোসেনকে আটক করেন। অপরদিকে মহানগর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগরী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এবং  উপ-পরিচালক মো: রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে একটি মাদক বিরোধী টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী সহ মোট ২৩ জনকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মহানগর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগরী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেন।