চট্টগ্রামে মাদকসহ আটক ১১

প্রকাশঃ ২০২০-১০-১২ - ১৮:২৯

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ ১১ জনকে আটক করেছেন। এদের মধ্যে ৮ জনকে মাদক সেবনকারীকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী কুলসুমা বেগম(৫৩), মনোয়ারা বেগম (৩০) এবং সাইমন আক্তার (২৪)কে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আহসান। গতকাল সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ১২ অক্টোবর সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্তাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আহসান এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৮ জন মাদক ব্যবসায়ী ও সেবন কারীকে গ্রেফতার করে। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট আলী আহসান ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। আটককৃতদের কাছ থেকে এক কেজি ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে গভীর রাতে কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক ও বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে বাকলিয়া থানাধীন মেরিন ড্রাইভ রোড, নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে মৃত নুর মোহাম্মদ এর স্ত্রী কুলসুমা বেগম কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরিদর্শক মোঃ মোজম্মেল হক বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মোঃহোসেনের কন্যা মনোয়ারা বেগম এর ভেনেটি ব্যাগ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করে উপ পরিদর্শক মোঃ ফাহিম রাজু বাদী হয়ে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে মোঃ নাসির এর স্ত্রী সাইমন আক্তার এর ভ্যানেটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। ##