চট্টগ্রামে মাদকসেবী ব্যবসায়ীসহ আটক ১৮

প্রকাশঃ ২০২০-১০-০৮ - ১৮:১৩

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীসহ মোট ১৮ জনকে আটক করেছেন। আটককৃতদের মধ্যে ১৭ জনকে ভ্রম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া মো: জুহার রশীদ নামে এক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। অভিযানের সময় ৪ হাজার পিস ইয়াবা ও সাড়ে তিন কেজি গাজা উদ্ধার করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুওনা আরফিন। বৃহস্পতিবার দিনব্যাপী (৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুওনা আরফিন এর নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণঅধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চলের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে মেট্রো: উপ অঞ্চলের সার্কেল সমূহের সম্মিলিত অংশ গ্রহণে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ র্নিবাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন। অপরদিকে কোতোয়ালী সার্কেল পরিদর্শক মো: মোজাম্মেল হক এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ৭ অক্টোবর রাতে কোতোয়ালী থানাধীন ৩০৫, ফিশারীঘাটএলাকায় এক মাদক বিরোধী অভযিানে মাদক ব্যবসায়ী মো: জুহাররশিদ সেকান্দরকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ী রশিদ সেকান্দরের পুত্র। গ্রফেতারকৃত আসামীরবিরুদ্ধে মাদকদ্রব্য আইন, ২০১৮ মোতাবেক পরিদর্শক মো: মোজাম্মেল হক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।