চট্টগ্রাম ডিএনসি’র অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশঃ ২০২০-১১-১৭ - ১৭:৫৮

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ‘মন’ নামক প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। অন্যদিকে এক হাজার ৩৫০ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃত হচ্ছে মোঃ নাসির উদ্দিন(১৯)। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনব্যাপী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়অ
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, মঙ্গলবার দিনব্যাপী পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর নেতৃত্বে আগ্রাবদ সিডিএ আবাসিক এলাকার ২৯ নং রোডে অভিযান পরিচালনা করেন। এ সময় লাইসেন্স বিহীন বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র “মন” সিলগালা করা হয়। এ সময় কেন্দ্রের মালিক ইমরান অনুপস্থিত ছিলেন। ওই সময় কেন্দ্রে ১২জন রোগী পাওয়া যায়। এর মধ্যে ৩ জন রোগীর অভিভাবক নিজ জিম্মায় তাদের রোগীকে নিয়ে জান। বাকী নয় জন রোগীকে সরকারি বিভাগীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র, নাসিরাবাদ, চট্টগ্রামে ভর্তি করা হয়। অপরদিকে সকাল ১০ টায় ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা কোতোয়ালি থানাধীন ৩৫-সি/১ ইকবাল মার্কেট শহীদ সোরোওয়ার্দী রোডে অভিযান পরিচালনা করেন। এ সময় মো: আবুল হোসেনের পুত্র মোঃ নাসির উদ্দিনকে ১ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরবর্তীতে ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ।