চট্টগ্রাম ডিএনসি’র পৃথক অভিযানে ৪৪৫০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশঃ ২০২০-১০-২০ - ২০:৩০

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের (ডিএনসি) মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ দুইজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোহাম্মদ খুবাইর(৩২) এবং মোহাম্মদ হেলাল হোসেন (২৮)। বুধবার (২০ অক্টোবর) দিনব্যাপী চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সূত্র মতে, বুধবার দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিথুনের সমন্বয়ে ডবলমুরিং সার্কেল পরিদর্শক মোঃ লোকাশীষ চাকমা এর নেতৃত্বে কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর পাশে সিঁড়ির সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় নুরুল হুদার পুত্র মোহাম্মদ খুবাইরকে পাঞ্জাবীর পকেটে তল্লাশি করে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপর একটি অভিযানে ডবলমুরিং সার্কেল উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন কোতোয়ালি থানাধীন ৪ নং কেসিদে রোডস্থ লায়েক আলী বিল্ডিং এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় বাদশা মিয়ার পুত্র মোহাম্মদ হেলাল হোসেনকে তল্লাশি করে ২ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরে উপ পরিদর্শক মোঃ আব্দুল মতিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।