চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক ৪

প্রকাশঃ ২০২০-০৯-৩০ - ১৮:৫৯

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মো: আতিকউল্লাহ(২০), মোছা: রুবি আক্তার (৩৫)ও নেজামউদ্দিন (৩০)। ৩০ সেপ্টেম্বর দিন ব্যাপী চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণঅধিদপ্তর(ডি.এন.সি.) চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল,চট্টগ্রামএরউপ-পরিচালক মো. রাশেদুজ্জামান এরসার্বিকতত্ত্বাবধানেএবং সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সক্রিয় সহযোগিতায় ডবল মুরিংসার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এরপ্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রামরে কোতয়ালী থানাধীন কদমতলী মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী কবির আহম্মেদের পুত্র মো: আতিক উল্লাহকে ১ হাজার ৯শ পিস ইয়াবা সহ গ্রেফতারকরা হয়। গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন,২০১৮ মোতাবেক পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায়একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপরদিকে
ডবলমুরিং সার্কেলের উপ-পরিদর্শক মো: আবদুল মতিন মিঞা এর নেতৃত্বে প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে সকালে মাদক বিরোধী অভিযানে কোতোয়ালী থানাধীন নতুন স্টেশন রোডএলাকা থেকে মাদক ব্যবসায়ী মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী মোছা: রুবি আক্তার কাছ থেকে ১ হাজার ৮শ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। গ্রফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইন,২০১৮ মোতাবেক উপ-পরিদর্শক মো: আবদুল মতিন মিঞা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায়একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া কোতোয়ালী সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মো: লুৎফর রহমানএর নেতৃত্বে গঠিত রেইডিং টিম এর প্রাপ্ত গোপন তথ্যের মাদক ব্যবসায়ী বদিউল আলমের পুত্র নেজামউদ্দিন কাছ থেকে ১ হাজার ৩শ পসি ইয়াবা সহগ্রফেতার করা হয়।