চট্ট্গ্রাম ডিএনসি’র মাদক বিরোধী অভিযানে আটক ১৮ জনকে জরিমানা

প্রকাশঃ ২০২০-০২-০৪ - ১৮:৫৪

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চলের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারিসহ মোট ১৮ জন আটক করেছেন। গতকাল দিন ব্যাপী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকেদরকে আটক করা হয়। এ সময় ১৮ কেজি গাজা জব্দ করা হয়। পরে তাদেরকে ভ্রম্যমান আাদালতের মাধ্যমে  বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ভ্রম্যমান আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: উপঅঞ্চল সূত্র মতে, সংস্থার উপ-অঞ্চলের উপ-পরিচালক মোঃ রাশেদণজ্জামানের এর সার্বিক তত্ত্বাবধানে এবং মহানগরী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মারফা বেগম নেলীর নেতৃত্বে একটি টিম চট্ট্রগ্রাম মহানরীর বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লিখিত মাদক ব্যবসায়ী ও  সেবনকারীসহ মোট ১৮ জনকে আটক করেন। তাদের কাছ থেকে প্রায় ১৮ কেজি গাজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গাজা নির্বাহী ম্যাজিস্ট্রেট তত্ত্ববাধনে ধ্বংসা করা হয়।