চাকরির নামে প্রতারণা

প্রকাশঃ ২০১৯-০৮-০১ - ১৬:২০

ঢাকা অফিস : নিয়োগের নামে প্রতারণা করে কর্মকর্তা-কর্মচারিদের প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে লাইভ সেভার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এঘটনায় নিজেই প্রতারণার স্বীকার বলে দাবি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকির হোসেনের। আর এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

২০১৯ সালে ঔষধ ও চিকিৎসাসামগ্রী উৎপাদন এবং বাজারজাত করতে যাত্রা করে উত্তরার সাত নম্বর সেক্টরের লাইভ সেভার লিমিটেড। প্রতিষ্ঠার পর দেশব্যাপী পাঁচ হাজার থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে বিভিন্ন পদে প্রায় সাতশ নারী পুরুষকে নিয়োগ দেয় লাইভ সেভার কর্তৃপক্ষ। শুরু থেকেই কর্মকর্তা কর্মচারীদের বেতন না দিয়ে টালবাহানা করে আসছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

বেতন নিয়ে টালবাহানার সাথে সাথে নারী কর্মিদের যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে।

এঘটনায় জামানতের টাকা নেয়ার কথা স্বীকার করলেও প্রতিষ্ঠানটির কর্মকান্ড নিয়ে কোন সদুত্তর দিতে পারেননি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাহিদ রেজা।

আর বিনিয়োগ করে নিজেই প্রতারণার স্বীকার বলে দাবি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মির্জা জাকির হোসেন।

উত্তরা থানার উপ-পরিদর্শক বদরুল আলম বলেন, এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার হবে।