চালনা পৌরসভায় পানি সরবরাহকরণ প্রকল্পের উদ্বোধন

প্রকাশঃ ২০২০-১০-০৯ - ১২:৪২

আজগর হোসেন ছাব্বিরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বেই এদেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করা হবে এ কথা উল্লেখ করে জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার বলছেন,বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোথাও উন্নয়নের ছোয়া লাগেনি,তারা শুধু নিজেদের আখের গুছিয়েছেন। আর আজ শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশের প্রতিটি স্থানে উন্নয়নের চাকা সচল রেখেছেন। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে এদেশের সাধারণ মানুষ স্বাধীনতার পক্ষের শক্তিকে বার বার রাষ্ট্রিয় ক্ষমতায় আনবেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে ৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ও চালনা পৌরসভার আয়োজনে চালনা পৌরসভায় সুপেয় পানি সরবরাহকরণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা এ কথা গুলো বলেন।
পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সনত কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, খুলনা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুর মোশাররফ, থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান সোনালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। সভায় স্বাগত বক্তৃতা করেন চালনা পৌরসভার সচিব সিরাজুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, পৌর কাউন্সিলর আমোদীনি রায়,রবীন্দ্র সরদার, আয়ুব আলী কাজী,স্বেচ্ছাসেবক লীগনেতা জি এম রেজা,পল্লব বিশ্বাস প্রমুখ। সভাটি পরিচালনা করেন পৌর কাউন্সিলর দেবাশীষ ঢালী। সভায় উপস্থিত ছিলেন চালনা পৌরসভার কাউন্সিলর বৃন্দ, উপজেলা ও চালনা পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী লীগের নেতৃবৃন্দ এবং সুধীজন।