চালনা পৌর নির্বাচনে নৌকা-ধানের শীষের একক প্রার্থী চুড়ান্ত

প্রকাশঃ ২০২০-১১-২৫ - ১৩:৪৩

আজগর হোসেন ছাব্বির, দাকোপ : আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চালনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাম্ভব্য মেয়র কাউন্সিলর প্রার্থীদের জোর তৎপরতা চলছে। এবারের নির্বাচনে মেয়র পদে নৌকা ধানের শীষের পাশাপাশি স্বতন্ত্র হিসাবে সাবেক মেয়র অচিন্ত্য মন্ডল প্রতিদ্বন্দিতায় থাকছেন।
নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী আগামী পহেলা ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে চালনা পৌরসভার ভোট গ্রহন। ২০০৪ সালের ১৩ নভেম্বর প্রতিষ্ঠিত চালনা পৌরসভায় ৩য় বারের মত ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ দশমিক ৪৯ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত পৌরসভাটি ইতিমধ্যে ২য় শ্রেনীতে উন্নীত হয়েছে। ৩০ হাজারের অধীক জনসংখ্যার পৌরসভায় এবারের নির্বাচনে ১৩০৫৮ ভোটার প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধীকার প্রয়োগের সুযোগ পাবেন। এবারের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থী মনোনয়নে থাকছেনা কোন নতুন চমক। গত নির্বাচনে বিজয়ী প্রার্থী চালনা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনত কুমার বিশ্বাসের নাম একক প্রার্থী হিসাবে দাকোপ উপজেলা ও চালনা পৌর আ’লীগের যোৗথ সভায় তৃনমূলের সমর্থনে অনুমোদন হয়েছে। সে আলোকে নৌকার মনোনয়নের জন্য জেলার মাধ্যমে তার নামটি কেন্দ্রে যাচ্ছে বলে নিশ্চিত করেছে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন। গত নির্বাচনে তিনি নৌকা প্রতিকে ৪৯৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। অপরদিকে দাকোপ উপজেলা বিএনপির যৌথ সভায় দলের উপজেলা সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবুল খায়ের খানকে একক প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়েছে। এ ছাড়াও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতায় থাকছেন সাবেক মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল। তিনি স্থানীয় আ’লীগের বিদ্রোহী গ্রুপ সাবেক সাংসদ ননী গোপাল মন্ডলের অনুসারী। সঙ্গত কারনে ভোটের রাজনীতিতে তিনি নৌকার শক্ত প্রতিদ্বন্দি। মেয়র পদের এই ৩ প্রার্থীই নিজেদের অনুসারী কর্মি সমর্থক নিয়ে গনসংযোগ অব্যহত রেখেছেন। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা গনসংযোগ প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটাররা নির্বাচনকে সামনে রেখে সাম্ভব্য প্রার্থীদের অতীত বর্তমান কর্মকান্ডের চুলচেরা বিশ্লেষন করছেন। অনেকে আবার নির্বাচনে অবৈধ অর্থের ছড়াছড়ির আশংকা করছেন। যেটি যোগ্য প্রার্থীর বিজয়ে অনেক সময় অন্তরায় হিসাবে কাজ করে। অপর দিকে বিএনপি ঘরানার ভোটাররা অবাধ সুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কিছুটা শংকায় আছেন। ভোট নিয়ে জানতে চাইলে ব্যবসায়ী নাসির উদ্দিন জুয়েল এখন সেভাবে প্রচারনা জমে উঠেনি দাবী করে বলেন সৎ যোগ্য নিষ্ঠাবান প্রার্থীকেই বেছে নেবেন। আছাভূয়া এলাকার আনিসুর রহমান সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলেন। এক প্রশ্নের উত্তরে বলেন ভোটের পরিবেশ নিয়ে বলার সময় এখন আসেনি। কলেজ ছাত্র কিশোর বিশ্বাস উন্নয়নে সম বন্টন এবং অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন প্রার্থীকেই সমর্থনের কথা বলেন।
সব মিলে বলা যায় এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সাধারণ ভোটাররা আশাবাদী। প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিলের শেষ মূহুর্তের প্রস্তুতির পাশাপাশি ভোটারদের পক্ষে টানার চেষ্টা করছেন।