ছেলে ধরা সন্দেহ হলেই পুলিশে খবর দিন -ওসি মনিরুল ইসলাম

প্রকাশঃ ২০১৯-০৭-২৭ - ১৮:২০

ফুলতলা অফিস: খুলনা ফুলতলা থানা ওসি মোঃ মনিরুল ইসলাম বলেছেন, পদ্মা সেতুতে মাথা লাগবে, রোহিঙ্গারা ছেলেদের মাথা কেটে নিয়ে যাচ্ছে, এ ধরনের গুজবে কান দিবেন না। গুজব এবং আতঙ্ক সৃষ্টি না করে কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন। প্রয়োজনীয় ব্যবস্থা এবং দায়বদ্ধতা পুলিশেরই। অন্যদিকে পলাতকদের সন্ধান পাওয়া যাবে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে সম্মিলিতভাবে এলাকাবাসির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনার ফুলতলা থানা কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।, ওসি (তদন্ত) উজ্জল কুমার দত্তের পরিচালনায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, মোঃ নেছার উদ্দিন, এস আই রতনুজ্জামান, এসআই তাপস কুমার দত্ত প্রমুখ।